যাব না আর জলে সই গো আর যাব না জলে
জলের ঘাটে শ্যাম নটাবর দেখছি কদম তলে।।
কদমতলে বসি শ্যামে বাজায় যখন বাঁশি।
ধুমার ছলে কানতে থাকি যখন রানতে বসি।।
সব সখি লৈয়া সঙ্গে জল ভরিতে গেলাম রঙ্গে
কালার রূপ দেখিয়া ভুলে রৈলাম কালা কদম তলে।
ভাইরে রাধারমণ বলে কালা আছে রাইয়ের ছলে
কদম তলে বাজায় বাঁশি রাধা রাধা বলে।
পূর্ববর্তী:
« যাও রে ভ্রমর পুষ্পবনে পুষ্প আন গিয়া
« যাও রে ভ্রমর পুষ্পবনে পুষ্প আন গিয়া
পরবর্তী:
যাবে নি গো এগো সখী ধীর সমীর ব »
যাবে নি গো এগো সখী ধীর সমীর ব »
Leave a Reply