বাজায় বাঁশি ঘনাইয়া ওগো
নিগূঢ় কদম্বতলে বাঁশি বাজায় রাত্ৰিদিনে গো
মনে লয় তার সঙ্গে যাইতাম নাচিয়া নাচিয়া গো
পাইতাম যদি রাখতাম বাঁশি কাড়িয়া কাড়িয়া গো
ভাইবে রাধারমণ বলে, দণ্ডবৎ পিরিাতের পদে
এগো মনে লয় তারে যৌবন দিতাম
যাচিয়া যাচিয়া গো।
পূর্ববর্তী:
« বাজায় বাঁশি কদমতলে নিগুড়ে ঘনাইয়া
« বাজায় বাঁশি কদমতলে নিগুড়ে ঘনাইয়া
পরবর্তী:
বাজে গো চাইর আতে এক বাঁশি »
বাজে গো চাইর আতে এক বাঁশি »
Leave a Reply