কে তোরে শিখাইল রাধার নামটিরে শ্যামের বাঁশি
রাধা রাধা বলে মন করলায় উদাসীরে।।
যখন শ্যামে বাজায় বাঁশি বযমুনাতে কাকে কলসী রে
জল ভরা তো হইল না মোর ভেসে যায় কলসী রে।।
তার বাঁশিতে মধু ভরা মন প্ৰাণ করিল সারারে
মনে লয় তার সঙ্গে যাইতাম ঘরের বাহির হইয়ারে।।
ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে রে
মনে লয় তার সঙ্গে যাইতাম চিরদাসী হইয়ারে।।
পূর্ববর্তী:
« কে তোরা যাবি পারে লয়ে যা মোরে গুণধনি
« কে তোরা যাবি পারে লয়ে যা মোরে গুণধনি
পরবর্তী:
কে বলে পিরিতি ভালা গো সজনী »
কে বলে পিরিতি ভালা গো সজনী »
Leave a Reply