কী হেরিলাম প্ৰাণসখী শ্যামরুদপে ধিকিধিকি
রূপের কথা বলব কত বিজুলি চটকের মতো
দাঁড়াইয়াছে কদম্ব তলায়।
কাজল বরণ কালা গলে শোভে বনমালা
মোহন বাঁশি আছে কার কপালে।
মেঘেতে বিজুলির ন্যায় রূপকে কেমন দেখা যায়
রূপের ছটায় যুবতীর মন ভুলে।
ভাইবে রাধারমণ বলে স্থান দিওনা কৰ্ণমূলে
সবে মিলে করুক কানাকানি।
পূর্ববর্তী:
« কী হবেরে পাগল মন
« কী হবেরে পাগল মন
পরবর্তী:
কুক্ষণে প্ৰাণ সজনী গেলাম কদমতলা »
কুক্ষণে প্ৰাণ সজনী গেলাম কদমতলা »
Leave a Reply