আমার মন মজিল গো সই কাল চরণে
আর নীলাম্বরী পীত ধড়া হাতে বাঁশি মাথে চূড়া
এগো চূড়ার উপর ময়ূর পাখা ঝলকে।।
আমি থাকি রূপবাণে সে থাকে তার অন্য ভানে
ও নিষেধ মানে না মানে গো আমার পরাণে
ভাইবে রাধারমণ বলে শুনগো রাধা বিনোদিনী
এগো আসবে কালা দিবে জ্বালা আমায় এখনি।
পূর্ববর্তী:
« আমার মন মজাইয়ারে
« আমার মন মজাইয়ারে
পরবর্তী:
আমার মন রে এবার ভাবে কেন না আসিলে »
আমার মন রে এবার ভাবে কেন না আসিলে »
Leave a Reply