নাম নিয়ে ভাই নইদে আইল নিতাই গুণমণি
সেই অবধি হরির নাম নবদ্বীপে শুনি।
এমন দয়াল দেখি না ভাই দয়ার শিরোমণি
ওরে আনিয়া গোলোকের প্ৰেমধন বিলাইল আপনি।
পাপীতাপী যত ছিল তারা হইল ধনী
আপনার কর্মদোষে বঞ্চিত হইলাম আমি।
শ্ৰীরাধারমণ বলে আইল গৌরমণি
পথিককে করুণা করি মাইরা খাইল আপনি।
পূর্ববর্তী:
« নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য মাধুরী
« নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য মাধুরী
পরবর্তী:
নাম নিলে হয় মন পবিত্র অন্তিমে কল্যাণ »
নাম নিলে হয় মন পবিত্র অন্তিমে কল্যাণ »
Leave a Reply