জয় গৌরার নামে বাদাম তুলি দেও ডঙ্কায় বাড়ি
বিপদকালে নাম জপ শ্ৰীগৌর হরি।।
গৌরা তোর কপিন ধারণ করি হরিনাম বিলাইছে
দয়া করি সঙ্গে নিবায় পারে যাইবার কালে
ও মাঝি রে অকুলে ধইরাছ পাড়ি তুফান উঠ্যাছে
এই নিবেদন রক্ষা করা পারে। যাইবার কালে।
ভাইবে রাধারমণ বলে, স্টেীয় তোমার চরণে পড়ি
অন্তিম কালে চরণ ধূলি দিও দয়া করি।
পূর্ববর্তী:
« জ্ঞানী গুনী সবাই বলেন মুক্তি আসে মানবতায়
« জ্ঞানী গুনী সবাই বলেন মুক্তি আসে মানবতায়
পরবর্তী:
জয় জয় বলে এগিয়ে চল হাতে লয়ে সবুজ নিশান »
জয় জয় বলে এগিয়ে চল হাতে লয়ে সবুজ নিশান »
Leave a Reply