গৌরচান পরার অধীন বানাইলা আমারে
সুরধনীর তোরে তীরে গৌরচান নৃত্য করে
গৌরা আঁখি টেরে ভুলাইলা আমারে।।
গৌরা যারে কৃপা করে অনায়াসে তরাইতে পারে
তুমি ভবযন্ত্রণা দিও না আমারে।
ভাইবে রাধারমণ বলে রেখো গৌর চরণ তলে
তুমি চরণ ছাড়া কইরা না আমারে।।
পূর্ববর্তী:
« গৌরচান দয়া করে দেখি
« গৌরচান দয়া করে দেখি
পরবর্তী:
গৌরচান হৃদয়ে রাখব অন্যরে না দেখতে দিব »
গৌরচান হৃদয়ে রাখব অন্যরে না দেখতে দিব »
Leave a Reply