অয় গো সখী অন্যে জানে কেমনে
গৌরপ্রেমের ঢেউ উঠিয়াছে যার মনে।।
সে তো অধর চান গৌরা তারে ধরতে গেলে না দেয় ধরা
অয় গো সখী ধরা দেয় রে আপনে।।
সে তো তোর কৌপীনধারী পিরিাতের ভিখারী
গোপীর মন করল চুরি–
সেজে রাধা রাধা রাধা বইলে ধারা বয় দুই নয়ানে
গৌরপদে মজাও রে মন কয় শ্ৰীরাধারমণে।
পূর্ববর্তী:
« অসীম তোমার মেহেরবানি ওহে পাকপরওয়ার
« অসীম তোমার মেহেরবানি ওহে পাকপরওয়ার
পরবর্তী:
অয়রে শ্যামচন্দের বাঁশি, আকুল কইল মোরে »
অয়রে শ্যামচন্দের বাঁশি, আকুল কইল মোরে »
Leave a Reply