সুরধুনীর তীরে গো সোনার গৌর উদয় হইয়াছে
দেখবে যদি আয় গো তোরা, কী শোভা ধরেছে গো।।
অঙ্গে শোভে নামাবলী আনন্দে দুই বাহু তুলি
হরি বলা হরি বল বলি প্ৰেমানন্দে নাচে গো।
যতই দেখি সাধ মিটে না, এ জগতে নাই তুলনা গো
আমায় মনে জলয় তার সঙ্গে যাইতাম
আমার কপালে যা আছে গো
ভাইবে রাধারমণ বলে আমি গৌর পদে সপিব গো।
পূর্ববর্তী:
« সুরধুনীর কাছে নিত্য কমল কলি ফুটিয়াছে
« সুরধুনীর কাছে নিত্য কমল কলি ফুটিয়াছে
পরবর্তী:
সুসময়ে ছাড়ো নৌকা বেলা বয়ে যায় »
সুসময়ে ছাড়ো নৌকা বেলা বয়ে যায় »
Leave a Reply