হরি বল রে মনরসনা শুনরে কৃষ্ণ নাম
ও তোর পূর্ণ হবে মনোবাঞ্ছা লিও হরিনাম।
হরি বল রে বদনে, হরির নাম তিন প্রভুর মর্ম
এক মনে ভাবনা করে ছয় গোস্বামীর ধর্ম।।
নামের তুল্য ধন কী আছে গৌর নাচে নিতাই নাচে
কাষ্ঠতরী হইল সোনা পাইয়া কৃষ্ণনাম
বদন বলে হরিবল নাম জপ রে অবিরাম
শ্ৰী রাধারমণে বলে জপ হারে কৃষ্ণ রাম।।
পূর্ববর্তী:
« হরি বল রে বদনে, শ্রবণে শুন রে কৃষ্ণনাম
« হরি বল রে বদনে, শ্রবণে শুন রে কৃষ্ণনাম
পরবর্তী:
হরি বল রে সুজন নাইয়া, হরি বলা হরি বল »
হরি বল রে সুজন নাইয়া, হরি বলা হরি বল »
Leave a Reply