সোনার ময়না ঘরে থইয়া বাইরে তালা লাগাইছে
কোন রসিকে পিঞ্জিরা বানাইছে।।
মন রে দীক্ষা লইলাম গুরুর কাছে, শিক্ষা লইতোম কার কাছে
গুরুর হাতের চাবি নিয়ে দেখ না তালা খুলে।
মনরে একটি নদীর দুইটি ধারা উজান ভাটি হইতেছে
সেই নদীতে স্নান করে কত সাধু সন্ত তারিয়া গেছে।।
ভাইবে রাধারমণ বলে, মানবজনম যায় বিফলে
আর হবে না মানবজনম ভাঙলে মাথা পাষাণে।।
পূর্ববর্তী:
« সোনার মানুষ বলি তারে ভবিষ্যৎ চিন্তা করে
« সোনার মানুষ বলি তারে ভবিষ্যৎ চিন্তা করে
পরবর্তী:
সোনার যৌবন আমার বিফলে গেল »
সোনার যৌবন আমার বিফলে গেল »
Leave a Reply