রে মন কী রসে ভুলিয়াছে
অসার সংসারে আশা
ভরসা করিয়াছো।।
দেহকে আপন জেনে
যতন করিয়াছো
তুমি নি তোমার মন রে
আপন জানিয়াছো।
যাইবার বেলা সঙ্গে সাথী
কেবা করিয়াছো
ভাই বন্ধু সুতদারা
আপনা জানিয়াছো।।
ভাইবে রাধারমণ বলে
মনেতে ভাবিয়া
ব্রহ্মানন্দের দেহতরী
শুকনায় ভাসাইয়া।।
পূর্ববর্তী:
« রে বন্ধু কানাই কালিয়া
« রে বন্ধু কানাই কালিয়া
Leave a Reply