তুমি চিনিয়া মানুষের সঙ্গ লইও
পাষাণ মন রে বুঝাইও
যদি হয় রে সুজন, তার কাছে না যাইও মনরে
তুমি নিদাগেতে দাগ লাগাইবার চাইও।
ভাইবে রাধারমণ কয়, শুন মন মহাশয়রে
তুমি রসিক পাইলে রসের কতা কইও।।
পূর্ববর্তী:
« তুমি কেন গো -আসিলে বনটায়
« তুমি কেন গো -আসিলে বনটায়
পরবর্তী:
তুমি নি রমণীর মনচোরা রে বন্ধু সুনার চান »
তুমি নি রমণীর মনচোরা রে বন্ধু সুনার চান »
Leave a Reply