কৃষ্ণনাম লও রে মন দুরাচার
কৃষ্ণ বিনে সকলি অসার।।
পানি উঠে ভাঙ্গা নাওয়ে কার ভরসায় বৈঠা বাও রে
নৌকা আস্তে আস্তে তল অইলো রে।।
যখন নৌকা অইল অতুল অখন করো কার বল রে
ভাই বন্ধু সবই রইলা চাইয়া রে।।
সঙ্গে নিলাম মাঝে বেটা সে ফালাইয়া গেল বৈঠা
শুধু নৌকা ফিরে ঘাটে ঘাটে রে।
ভাইরে রাধারমণ বলে মানব জনম যায় বিফলে
জীবন সহিতে অইবায় পার।
পূর্ববর্তী:
« কৃষ্ণ রূপ আমি কেমনে হেরিব রে দারুণ বিধি
« কৃষ্ণ রূপ আমি কেমনে হেরিব রে দারুণ বিধি
পরবর্তী:
কে তুমি কদম্বমূলে পরিচয় কেন বল না »
কে তুমি কদম্বমূলে পরিচয় কেন বল না »
Leave a Reply