সুবল সখা পাইনা রে দেখা, কইও রাধারে।
বহু দিনের পরে রে সুবল রাধা পড়ে মনে
বিনা কষ্ঠে জ্বলছে অনল হিয়ার মাঝারে।।
রাধা তন্ত্র রাধা মন্ত্র রাধা কর্ণধার
রাধা বিনে এ সংসারে কে আছে আমার।।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
অন্তিমকালে শ্ৰী রাধারে দেখাইও আনিয়া।।
পূর্ববর্তী:
« সুবল বলনা রে আমি কি করি এখন শ্ৰী রাধার মাধুর্যগুণে
« সুবল বলনা রে আমি কি করি এখন শ্ৰী রাধার মাধুর্যগুণে
পরবর্তী:
সুর তাল ছন্দে যখন গান গেয়ে যাই »
সুর তাল ছন্দে যখন গান গেয়ে যাই »
Leave a Reply