সজনী গো, আমারে বন্ধুর মনে নাই
আমি সারা নিশি কান্দিয়া পোষাই।।
বন্ধুর লাগিয়া যতই গো করলাম
মনপ্ৰাণ কুলমান সবই গো দিলাম
আমার এ জীবনের আর ত লক্ষ্য নাই।।
ভাইবে রাধারমণ গো বল
শ্যাম কমলিনী নামটি রহিল জগতে
হায় আমার কলকী নাম কি দিয়া মুছাই।।
পূর্ববর্তী:
« সজনী গো নুতন প্রেম বাড়াইয়া নিল প্ৰাণি
« সজনী গো নুতন প্রেম বাড়াইয়া নিল প্ৰাণি
পরবর্তী:
সজনী গো- আমি প্রাণবন্ধুর পিরিতে মরা »
সজনী গো- আমি প্রাণবন্ধুর পিরিতে মরা »
Leave a Reply