শোনগো সখী ললিতে আমার কৃষ্ণ প্রেমের লাঞ্ছনা
বন্ধে আমার দুক্ষ বুঝলো না।।ধু।।
আমি যারে ভালবাসি ভিন্ন বাসে সেই জনা
বুঝি আমার কর্মদোষে বন্ধের দয়া হইল না
কাঠের সনে লোয়ার পিরিত জল ছাড়া মাছ বাঁচে না।
মায়ার পিরিত নয় লো হুরিত মাইয়া যে জনা
মাইয়া আইলে বুঝতে পারে পুরুষেরই বেদনা।
ভাবিয়া রাধারমণ বলে জানিয়া তোমরা জান না
পিরিতি পিঞ্জিরার পাখী ছুটলে ধরা দিব না।।
পূর্ববর্তী:
« শেখ মুজিব বঙ্গবন্ধু সবাই কয়
« শেখ মুজিব বঙ্গবন্ধু সবাই কয়
পরবর্তী:
শোনা গো পরান সই তোমারে মরম কই »
শোনা গো পরান সই তোমারে মরম কই »
Leave a Reply