রাই বিনে প্রাণ যায় না রাখা
যা রে সুবল আইনে দেখা।
সুবল রে বসিয়া তরুতলে রৌদ্র যায় ব্ৰজপুরোতে
পত্ৰ দিও রাধিকার ঠাঁই।
বল রে তোমার জন্য মারা হইয়াছে ত্রিভঙ্গ বাঁকা।।
সুবলরে রাধার কথা মনে হইলে বুক ভেসে যায় নয়ন জলে
আমি মরতে গেলে যাই না মারা রাই প্রেমে প্ৰাণ আছে গাথা।
সুবল রে ভাইবে রাধারমণ বলে
বস সখা তরুতলে পাবে দেখা প্রেমময়ী রাধা
আমি অধম জেনে অন্তিমেতে দিও আমায় যুগল রেখা।।
পূর্ববর্তী:
« রাই তোমারে বুঝাব কত থাকবে যদি সুখে ভুলে যাও শ্যামকে
« রাই তোমারে বুঝাব কত থাকবে যদি সুখে ভুলে যাও শ্যামকে
পরবর্তী:
রাই, কিসের তোমার অভিমান গো »
রাই, কিসের তোমার অভিমান গো »
Leave a Reply