যে সুখে রাখিয়াছ প্ৰাণনাথে গো –
সে দুঃখ আর বলব কি? ধু।।
যারে কইলাম যৌবন দান তার কিসের কুল মান
দেখি তারে পাই কি না পাই গো।
কান্দি আমি দিবানিশি, এই মনে অভিলাষী,
দেখি তারে পাই কি না পাই গো
আমি যারে ভালবাসি সে তা জ্বালায় দিবানিশি;
বুঝি তার পাষাণের হিয়া গো
মনের দুঃখে রমণ বলে এই শেল রহিল দিলে,
এই শেল খসিব রমণ মইলে গো।।
পূর্ববর্তী:
« যে বানাইলো রঙুরখানা, আমি সেথার ধার ধারিনা
« যে বানাইলো রঙুরখানা, আমি সেথার ধার ধারিনা
পরবর্তী:
যেখানেতে ধর্ম বিবাদ মানুষ মানুষে চিনে না »
যেখানেতে ধর্ম বিবাদ মানুষ মানুষে চিনে না »
Leave a Reply