ভোমর কইও গিয়া
শ্ৰীকৃষ্ণ বিচ্ছেদে রাধার অঙ্গ যায় জ্বলিয়া।
ও ভোমর রে কইও কইও আরো ভোমর কৃষ্ণরে বুঝাইয়া।
ওরে ভোমর রে না খায় অন্ন না খায় জল নাহি বান্দে কেশ
ঘর থাকি বাইর হইলা যেমন পাগলিনীর বেশ।।
ও ভোমরা রে উজান বাঁকে থাকোরে ভোমর
ভাইটাল গাঙে থানা
চোখের দেখা মুখের হাসি কে কইরাছে মানা।
ও ভোমর রে ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
নিভিয়া ছিল মনেরই অনল কে দিল জ্বালাইয়া।
পূর্ববর্তী:
« ভোট দিবায় আজ কারে
« ভোট দিবায় আজ কারে
পরবর্তী:
ভ্রমর কইয়ো গিয়া »
ভ্রমর কইয়ো গিয়া »
Leave a Reply