বুক চিরে দুদক্ষ কারে বা দেখাব কোথায় যাবো
বুক চিরে দুক্ষ কারে বা দেখাব।।ধু।।
দুক্ষ অন্তরে গাথা বন্ধু বিনে বলবো কোথা
আমার প্রেমের আগুন কি দিয়া নিবাবে।
বন্ধু রইল দূরদেশে তুমি রইলাম আসার আশে
আমার আশা কবে মিটিবো।
আসবে বলে প্ৰাণের কালা বিনা সুতে গাথি মালা
মালা বাসি হইলে কার গলে পরাবো?
সখী মথুরায় গিয়া এ সংবাদ আসো জানিয়া–
আমার মরণকালে চরণ নি পাইবো?
না দেখিয়া যাই মরিয়া তমাল ডালে বান্ধো নিয়া
রাধারমণ মরিয়া গেছে বন্ধুরে বলিব।
পূর্ববর্তী:
« বিসমিল্লাহ পড় দুরুদে বুঝিয়া বরকত-মনরে
« বিসমিল্লাহ পড় দুরুদে বুঝিয়া বরকত-মনরে
পরবর্তী:
বুকে রইল গো পিরিতের শেল কেউ দেখে না »
বুকে রইল গো পিরিতের শেল কেউ দেখে না »
Leave a Reply