বিনদ কালিয়া বন্ধুরে বিনদ কালিয়া
কেমনে থাকিব ঘরে তোমায় না হেরিয়া
শ্যামসুন্দর তনু প্ৰেম সুতা দিয়া
বিরহ তাপিনী বন্ধুরে বন্ধু যাবে ত্যেগিয়া
আবার মনে হলে রাধারমণ উঠে চমকিয়া
ও মন বলে কালাচান্দেরে হৃদয় লইয়া
মন দুঃখে থাকে রাই কান্দিয়া কান্দিয়া।
পূর্ববর্তী:
« বিনতি করি কাতরে গউরচান গুণমণি
« বিনতি করি কাতরে গউরচান গুণমণি
পরবর্তী:
বিনয় কর মন বলি তোমায় শেষের ভাবো রে মন »
বিনয় কর মন বলি তোমায় শেষের ভাবো রে মন »
Leave a Reply