বন্ধু গোলায় মোরে ছাড়িয়া রে নিষ্ঠুর কালিয়া
এ জগতে কলঙ্কী আমি তোমারই লাগিয়া।।ধু।।
আদরে আদরে প্রেম আগে বাড়াইয়া
এখন আমার ভরা যৌবন গোলায় রে ছাড়িয়া।
কঠিন তোর মাই বাপ কঠিন তোর হিয়া
কেমনে রৈছো রে বন্ধু পাষাণে বুক বান্ধিয়া।
ভাইবে রাধারমণ বলে শুন রে মন কালিয়া
শান্ত কর অভাগীর মন দরশন দিয়া রে।।
পূর্ববর্তী:
« বন্ধু কাজল ভ্রমরারে
« বন্ধু কাজল ভ্রমরারে
পরবর্তী:
বন্ধু তুমি জীবনের জীবন »
বন্ধু তুমি জীবনের জীবন »
Leave a Reply