বন্ধু আমার জীবনের জীবন না দেখিলে প্ৰাণ বন্ধুরে
সদায় উচাট করে মন।।ধু।।
বন্ধু আমার নয়নমণি মনেপ্ৰাণে সদায় জানি
বন্ধর মুখের মধুর বাণী পরকে করে আপন।
বন্ধু আমার হইলে সাথী মালা দিতাম গলে গাথি
জ্বালায় হৃদে প্রেমের বাতি একসাথে কারিতাম শয়ন।
ফুলের মালা পরাইয়া রাখতাম তারে সাজাইয়া–
বন্ধুর লাগি ফাটে হিয়া পাইলাম না বন্ধুর চরণ।
বাউল রাধারমণ বলে আমার মরণের কালে
তোমার যেন দেখা মিলে এই আমার আকিঞ্চন।
পূর্ববর্তী:
« বন্ধু আও আওরে–দরশন দিয়া
« বন্ধু আও আওরে–দরশন দিয়া
পরবর্তী:
বন্ধু আমার দিনদুনিয়ার ধন-রে »
বন্ধু আমার দিনদুনিয়ার ধন-রে »
Leave a Reply