প্রেম কর মানুষ চাইয়া গো মইলে যারে মিলে
মইলে যে জিয়াইতো পারে রসিক বলি তারে।
এক প্রেমেতে ভোলানাথে গো শ্মশানে বাস করে
আর প্রেমেতে দশরথ রামরে দিলা বনে।
ভাইবে রাধারমণ বলে সখী মনেতে ভাবিয়া
পিরিত করে ছেড়ে গেলা কি দোষ জানিয়া।
পাঠান্তর : শ্ৰী / ১২৪–এক প্রেমেতে–জানিয়া > আর এক পিরিতে মহাজনে/শ্মশানে বাস করে/ এগো কোন পিরিতে দশরাত্রে /পুয়ায় বনাচারে গো।। আর চান্দীদাসের রজকিনী / প্ৰেম করিয়াছে ঠারে/ এগো আপনার আতের কালি / লাগিয়াছে কপালে গে। (অসম্পূর্ণ)
Leave a Reply