পিরিত করি হিয়ার মাঝে গো, ও বন্ধে জ্বালাইয়া গেছে ধুনী,
শুনিছ কি গো প্ৰাণ সজনী।।ধু।।
পিরিতের এতই জ্বালা আগে ত না জানি,
দাহ দাহ করি জ্বলছে অনল গো ও সখী, নিবাও শ্যামেরে আনি।
সকলের প্ৰেম হইল গো সুরিত আমি কলঙ্কিনী
সকলের দিন সুখে যাবে গো, আমার কান্দিয়া যায় দিবারজনী।
ভাবিয়া রাধারমণ বলে শ্যাম বিনে বাঁচিনী,
প্ৰাণ থাকিতে আনিয়া দেখাও গো ও আমার হৃদয় রতনমণি গো!
পূর্ববর্তী:
« পিরিত করা প্রাণে মরা গো সখি আগে আমি জানি না
« পিরিত করা প্রাণে মরা গো সখি আগে আমি জানি না
পরবর্তী:
পিরিত করে সুখ হইল না »
পিরিত করে সুখ হইল না »
Leave a Reply