দুঃখিনীর বন্ধুনি আমার কবে হবে দেখা।
প্রথম যুবতীর যৌবন কেমনে যায় রাখা।।
তুমি হইলায় দেশান্তরী আমি রইলাম একা
মধুমাখা মুখখানি তার নয়ন দুটি বাঁকা
মনে লয় উড়িয়া যাইতাম যদি হইত পাখা
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া।
কাঙালিরে দিও দেখা দুঃখিনী জানিয়া।।
পাঠান্তর : —বন্ধনি পুবন্ধু, আমার > আর; প্রথম > প্রথমে; রইলাম > হইলাম। যদি হইত > দিল না মোর ভাইবে > গোসাঁই; কাঙালিরে > দুঃখিনীরে, দুঃখিনী > কাঙালী।
পূর্ববর্তী:
« দুঃখ সহনো না যায় যৌবন চলিয়া গেল সখী
« দুঃখ সহনো না যায় যৌবন চলিয়া গেল সখী
পরবর্তী:
দুঃখে গেল কাল গো আমার »
দুঃখে গেল কাল গো আমার »
Leave a Reply