তোমরানি দেইখাছ শ্যামের মুখ ওগো শারী শুক
প্ৰেমানলে অঙ্গ জ্বলে ফাটিয়া যায় বুক।।ধু।।
দারুণ বিধি হইল বাদী বিনা দোষে হইলাম দোষী গো
এগো দারুণ বিধি মোর কপালে লেখছে কত দুখ।
আগে কত ধরি প্রেম শিখাইলো হস্তে ধরি গো
এগো প্ৰেম করিয়া ছাড়িয়া যাওয়া মনে বড় দুখ।
ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে গো
এগো তোমরা যদি দেখাও আমি দেখি শ্যামের মুখ।।
পাঠান্তর : তোমরানি দেইখাছ শ্যামের মুখ গো সারি শুক/প্রেমানলে দহে অঙ্গ যায় মর বুক গো। কেন বিধি হইল বাদী বিনা দুষে অফরাদি গো। বিনা দুষে অফরাদি এই যে বড় দুখ। প্রথমে পিরিতির কালে কত আশা ছিল মনে গো/কি লেইখাছে দারুণবিধিমর কপালের দুষ। ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে। তুমরা যদি দেখাও আইনে শ্যাম চান্দের মুখ।
পূর্ববর্তী:
« তোমরা শুনো রে বিশ্ব মানব তোমাদের কে কই রে
« তোমরা শুনো রে বিশ্ব মানব তোমাদের কে কই রে
পরবর্তী:
তোমাকে আমার মনে চায় »
তোমাকে আমার মনে চায় »
Leave a Reply