জাতি কুল মান হারাইলাম যাহার লাগি
সে নি হবে আমার দুঃখের ভাগী।
রূপে নিল দুই নয়ন বাঁশিয়ে নিল শ্রবণ।
আমি গোকুল নগরে হইলাম দাগী।
যার গন্ধে নাসা আকর্ষণ স্পর্শে জুড়ায় তনুমন
আমি বিরহিণী কাতরে যামিনী জাগি।।
গোসাই রাধারমণ কয় এ জীবন হইল সংশয় সখী
তোরা আমারে…………….. (অসমাপ্ত)
পূর্ববর্তী:
« জাত মারি রাখিয়াছে ঘরে গৌরচান গুণমণি
« জাত মারি রাখিয়াছে ঘরে গৌরচান গুণমণি
পরবর্তী:
জানতাম যদি বন্ধু আমি কোথায় তোমার ঘর »
জানতাম যদি বন্ধু আমি কোথায় তোমার ঘর »
Leave a Reply