চাতক রইলো মেঘের আশে তেমনি মতো রইলাম গো আমি
শ্যামচন্দের আশে গোসাঁই আমি মনের দুক্ষ কার ঠাঁই কই।।ধু।।
তমাল ডালে বাজাও হে বেণু তিমাল ডালে লাগছে গো
রাধার শ্যামপদ রেণু;
তমাল ডালে আমার গলে একত্রে বাধিয়া থই।
ভাইবে রাধারমণ বলে পড়িয়া রইলাম শ্যামের যুগল চরণতলে
শ্যামের দেখা পাব বলে আশা পথ চাইয়া রই।।
পূর্ববর্তী:
« চাইয়া দেখরে কি আনন্দ অইতেছে আজ নদীয়ায়
« চাইয়া দেখরে কি আনন্দ অইতেছে আজ নদীয়ায়
Leave a Reply