চল রে সুবল রাই দরশনে।
ব্রজের রাখাল সনে ধেনু চরাও বনে বনে
আপন কটরায় মজে যাও রাই গোচারণে।
যে দুক্ষ দিয়াছ সুবল আয়ন ঘোষের স্থানে
বিন্দাবনে যে যন্ত্রণা শ্ৰীরাধার কারণে।
ভাইবে রাধারমণ বলে চিন্তি মনে মনে
কেমনে বাঁচে প্ৰাণ বন্ধুয়া বিহনে।
‘আপনি কটরায় মজে’ অৰ্থ অস্পষ্ট, অনুলিখনের গোলমাল হতে পারে।
পাঠান্তর : হা /(১২) : চল রে > চল রে প্রাণের; আপনি … মাজে > আপনে কটরায় মেজে; চিন্তি মনে… বিহনে > ভাবে মনে মনে/ বিরহিণী বিনো প্ৰাণ বাঁচে কেমনে।
পূর্ববর্তী:
« চল র মন সাধুর বাজারে সাধুর সংগতি কইলে
« চল র মন সাধুর বাজারে সাধুর সংগতি কইলে
পরবর্তী:
চল সখী বন্ধু দেখতে যাই গে কদমতলায় »
চল সখী বন্ধু দেখতে যাই গে কদমতলায় »
Leave a Reply