কৈ রৈল কৈ রৈল আমার শ্যামচান্দ শুকপাখি।।ধু।।
আঙ্খির মাঝে পাখীর বাসা তিলে পলে দেখি
হৃৎপিঞ্জর শূন্য করি আমায় দিল ফাঁকি।
গাখীরে খাইতে দিলাম চিনি দুধ কলা
আর দিলাম রসগোল্লা যৌবনরসে মাখা।
ভাইবে রাধারমণ বলে আশা রইলো বাকী
জিতে না পুরিবে আশা মৈলে নি পুরবো সখী।।
পূর্ববর্তী:
« কৈ কৈ সে রূপ রসময়, স্বরূপ যে রূপ দর্শনে মহানন্দ হয়
« কৈ কৈ সে রূপ রসময়, স্বরূপ যে রূপ দর্শনে মহানন্দ হয়
পরবর্তী:
কৈ সে হৃদয়মণি গো প্ৰাণসজনী »
কৈ সে হৃদয়মণি গো প্ৰাণসজনী »
Leave a Reply