কে যাবি চল বৃন্দাবনে যারে নাগাল পাই
প্ৰাণনাথ বন্ধুরে পাইলে অঙ্গেতে মিশাই গো।।ধু।।
অপার উদয়চাঁদ অঙ্গ শীতল করে
আমার লাগি সে চাঁদ সখী অনল হইয়া ঝরে।
অপারে বন্ধুয়ার বাড়ী মধ্যে সুর নদী
মনে লয় উড়িয়া যাইতাম পংখ না দেয় বিধি।
শুনো সখী শ্যামের প্রেমে মরলে জীবন পায়
জীবন থাকতে মরলাম আমি এখন কি উপায়।
ভাইবে রাধারমণ বলে বন্ধু শ্যামরায়–
মইলে আমায় দিও শরণ নেপুর বান্ধী রাঙ্গা পায়।
পাঠান্তর হা (৩) : অপার উদয় চাঁদ … ঝরে > আঙ্গুলি কাটিয়া কলম গো সখী,নয়ন s জলে কালি /হাদপত্র কাগজের মাঝে বন্ধের নামটি লিখি/ লেখ লেখ এগো বৃন্দে লেখ মন দিয়া/অবশ্য আসিবা বন্ধু পাইয়া। শুন সখী… এখন কি উপায় > বনফুল হাইতাম যদি থাকতাম বন্ধের গলে / ঝরিয়া ঝরিয়া পড়তাম ও রাঙা চরণে।
বন্ধু শ্যামরায় … রাঙা পায় > মনেতে ভাবিয়া / প্রাণ বন্ধু ভুইলা রইছে রসমতী পাইয়া।
তী/২৩ : হা (৩) এর অনুরূপ।
পূর্ববর্তী:
« কে যাও রে সোনার মদিনায়
« কে যাও রে সোনার মদিনায়
পরবর্তী:
কে যাবে গো আয় গউর প্রেমের বাজারে »
কে যাবে গো আয় গউর প্রেমের বাজারে »
Leave a Reply