কৃষ্ণ কই গো ও বিশখা সংশয় আমার জীবন রাখা।
হায় কৃষ্ণ হায় কৃষ্ণ বলে প্ৰাণ যায় গো প্ৰাণের সখা।।
কৃষ্ণ নাই সুখও নাই মনেতে আনন্দ নাই
কৃষ্ণ বিনে বৃন্দাবন নিরানন্দ কেমনে থাকা
ভাইবে রাধারমণ কয়, মনোতে আনন্দ নয়
এখন আমার এ ছার প্রাণী রাইখে কি ফল বল না।।
পূর্ববর্তী:
« কৃষ্ণ আমার আঙিনাতে আইতে মানা করি
« কৃষ্ণ আমার আঙিনাতে আইতে মানা করি
পরবর্তী:
কৃষ্ণ কোথায় পাই গো বল গো সখী »
কৃষ্ণ কোথায় পাই গো বল গো সখী »
Leave a Reply