কি সুখে রহিয়াছো বন্ধুরে
বন্ধু-আমায় পাশরিয়া।।ধু।।
দয়ামায়া নাই তোর মনে নিদিয়া হইয়া–
এমন কঠিন রে বন্ধু পাষাণে বান্ধিয়াছো হিয়া।
আগে যদি জানতাম বন্ধু যাইবায় রে ছাড়িয়া–
দুই চরণ বান্ধিয়া রাখতাম মাথার কেশ দিয়া
ব্ৰজপুরে ঘুইরে বেড়াই তুই বন্ধের লাগিয়া–
মনে লয় মরিয়া যাইতাম গরল বিষ খাইয়া।
ভাইবে রাধারমণ বলে শুন রে কালিয়া–
নিবিয়াছিল মনের আগুন কে দিল জ্বালাইয়া।।
পূর্ববর্তী:
« কি শুনি মধুর ধ্বনি গো সখী কি শুনি মধুর ধ্বনি
« কি শুনি মধুর ধ্বনি গো সখী কি শুনি মধুর ধ্বনি
পরবর্তী:
কি হেরিলাম গো নদিয়াপুরে »
কি হেরিলাম গো নদিয়াপুরে »
Leave a Reply