কাজলবরণ পাখি গো সই ধরিয়া দে।
ধইরাদে ধইরাদে আমার কাজল বরণ পাখি দেগো ধরিয়া।
সোনার পিঞ্জিরায় গো পাখি রূপার টাঙুনী
গলে শোভে শ্যামলবরণ পিঞ্জিরায় ডালুনী।।
একদিন পালছিলামরে পাখি দুধকোলা দিয়া
যাইবার কালে নিষ্ঠুর পাখি গেল বুকে শেল দিয়া।।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
আমারে ছাড়িয়া গেল প্ৰাণনাথ কালিয়া।
পূর্ববর্তী:
« কাঙালের বন্ধু রে কাঙাল জেনে দয়া কর মোরে
« কাঙালের বন্ধু রে কাঙাল জেনে দয়া কর মোরে
পরবর্তী:
কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ »
কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ »
Leave a Reply