ও বিশাখা সই গো,
কই গো আমার মন-মোহন কালিয়া।
ও আমার শান্ত করো–
প্রাণনাথ আনিয়া।।
আর বাসর–শয্যা ত্যজ্য করি
আমরা বসেন ছিলাম সব নারী।
আমায় শান্ত করে জলধারা দিয়া।।
আর চুয়া-চন্দন ফুলের মালা, “
রাখিয়াছিলাম যত্ব কইরা।
ওয়রে, নতুন যৈবন দিতাম–
আমার সুস্বামী ডাকিয়া।
আর ভাইবে রাধারমণ বলে,
আমি ঠেকাছি রে কালিয়ার প্রেমে :
আমায় গেল অননাথ করিয়া।
পূর্ববর্তী:
« ও বিশখা গো আমার মত জনম দুক্ষী নাহি গো সংসারে
« ও বিশখা গো আমার মত জনম দুক্ষী নাহি গো সংসারে
পরবর্তী:
ও বুবাইজি আমার দুঃখ কার ঠাঁই গো কইতাম »
ও বুবাইজি আমার দুঃখ কার ঠাঁই গো কইতাম »
Leave a Reply