আর তো সময় নাই গো সখী আর তো সময় নাই
যে দিন বন্ধু ছাড়া চক্ষে নিদ্রা নাই।।ধু।।
সখী গো —মনের মত দুক্ষ সুখ কই গো তোমার ঠাঁই
বন্ধর লাগাল পাইলে কইও ঈশ্বরের দোহাই।
সখী গো একা কুঞ্জে বইয়া থাকি রজনী পোয়াই–
আইজ আসবো কাইল আসবো বলে মনরো বুঝাই।
সখী গো-অতি সাধের ফুলের মালা জলেতে ভাসাই
অতি সাধের চুয়া চন্দন কার অঙ্গে লাগাই।
সখী গো কণ্ঠগত হইল প্ৰাণ করো ঘরের বার
মইলে নিও তুলসীতলে আমি যেন গঙ্গা পাই।
সখী গো–ভাইবে রাধারমণ বলে কমলিনী রাই
অতি সাধের যুগল মিলন মুই অধমে দেখতে চাই।
পূর্ববর্তী:
« আর তো নিশি নাই গো সখী আর তো নিশি নাই
« আর তো নিশি নাই গো সখী আর তো নিশি নাই
পরবর্তী:
আর দাঁড়াব কত রে শ্যাম আর দাঁড়াবা কত »
আর দাঁড়াব কত রে শ্যাম আর দাঁড়াবা কত »
Leave a Reply