আমি মরিমু পরানেরে ভাই, রাই বিনে।।ধু।।
রাই রাই বলিয়ারে সুবল সদায় উঠে মনে,
মহা বিষের অব্যৰ্থ ঔষধ পাইমু কেমনে।
পিরিতি বাড়াইয়ারে সুবল কইলায় উদাসিনী,
এখন কেন ছাড় রে তুমি সেই রসবাণী।
পিরিতি বাড়াইয়ারে সুবল ছাড়ি গেলায় মোরে;
কোন পন্থে গেলে রে আমি পাইমু তোমারে।
কঠিন তোর মাতা রে পিতা সুবল কঠিন তোর হিয়া,
পিরিত করি যে জন ছাড়ে হয় পাতকিয়া।
বাউল রাধারমণ বলে সুবল কি ভাবিয়াছ মনে,
পাইবায় তোমার রাইকিশোরী গেলে বৃন্দাবনে।।
পূর্ববর্তী:
« আমি মন মন্দিরে পূজা দেব
« আমি মন মন্দিরে পূজা দেব
পরবর্তী:
আমি যাবো রে যাবো যাবো আমি মওলার দরবারে »
আমি যাবো রে যাবো যাবো আমি মওলার দরবারে »
Leave a Reply