আমি দুখুনী জানিয়া রে প্রাণবন্ধরে তোমার মনে নাই।
প্ৰেমানলে অঙ্গ জ্বলে আমি জ্বলিয়া পুড়িয়া হইলাম ছাই।।
আর চাও না কেনে নয়ন তুলে কোন কামিনীর সনে রে বন্ধু
রইয়াছ ভুইলে।
ওরে তুমি যদি ভিন্ন বাসো আমি দুখুনীর আর কেহ নাই।
আর ভাইবে রাধারমণ বলে ভমর বয়না শুকনা ডালে
মধু না পাইলে।
ও দীন মদন বলে–ও মৃতকালে আমি যুগল চরণ দর্শন চাই।
পাঠান্তর : গো : প্ৰেমানলে … ছাই> × × আর … ভূইলে > ও বন্ধু রে–চাও না কেন নয়ন তুলে কার প্রেমে ভুলে রৈলে; আমি … কেহ নাই > আমি দুক্ষ বলি কার ঠাঁই; আর. দর্শন চাই > ও বন্ধু রে তুমি বন্ধু সোনা চান তোর লাগি হারাইলাম মান / রাধারমণ কয় মনের আশা মইলে যেন চরণ পাই।
পূর্ববর্তী:
« আমি দিন দুখিনী গো কেমনে যাইবো মদিনা
« আমি দিন দুখিনী গো কেমনে যাইবো মদিনা
পরবর্তী:
আমি দেইখে আইলাম গো কি আচানক গৌররূপ »
আমি দেইখে আইলাম গো কি আচানক গৌররূপ »
Leave a Reply