আমি ডাকি বন্ধু বন্ধু আমার বন্ধের বুঝি মায়া নাই
হায়রে মনো–তোমার মনে নাই।।ধু।।
বন্ধু রে তোমার মনে যেই বাসনা আমার মনে নাই
আন তো কাটারী ছুরি বুক চিরি তোমারে দেখাই।
বন্ধু রে ইষ্ট ছাড়লাম কুটুম ছাড়লাম ছাড়লাম সোদর ভাই
তোমার পিরিতে আমি ঘরে রইতে না পাই ঠাই।
বন্ধুরে ভাইবে রাধারমণ বলে শুন গো ধনি রাই–
জিতে না পুরিবে আশা মইলে যেন চরণ পাই।।
পূর্ববর্তী:
« আমি ডাকছি কাতরে
« আমি ডাকছি কাতরে
পরবর্তী:
আমি তুমি, তুমি আমি অন্তর্যামী অন্তরেতে »
আমি তুমি, তুমি আমি অন্তর্যামী অন্তরেতে »
Leave a Reply