আমার প্রাণবন্ধু কৈগো, সখী বল গো আমারে
ও আমি কৃষ্ণ প্রেমের দেহা দিতাম করে গো।।ধু।।
শুনগো ললিতা সখী, পাইয়াছিলাম গুণনিধি গো,
এগো আমায় দিয়ে নিধি বিধি হৈল বাদী গো।
যখন ফুলে মধু ছিল, কতই ভ্ৰমর আইল গেল গো,
ও ফুলের মধু খাইয়া ভ্ৰমর যায় উড়িয়া গো।।
বৃন্দে গো তোর পায়ে ধরি, আনিয়া দে মোর বংশীধারী গো,
আমি বিনে হরি প্রাণে ঝুরিয়া মারি গো।
ভাবিয়া রাধারমণ বলে, প্ৰেম ফাঁসি লাগাইয়া গলে গো,
ও বন্ধে দুঃখ দেয় না মারে পরানে গো।।
পূর্ববর্তী:
« আমার প্রাণ নিলগো মুরলী বাজাইয়া
« আমার প্রাণ নিলগো মুরলী বাজাইয়া
পরবর্তী:
আমার প্রানসখি যায় গো আপন ঠিকানায় »
আমার প্রানসখি যায় গো আপন ঠিকানায় »
Leave a Reply