আমার প্রাণ ত বাঁচে না রে রসময় শ্যাম তুমি বিনে
ওরে দয়া নি রাখিবায় বন্ধু জীয়নে মরণে রে।।ধু।।
আমারে ভুলাইলে বন্ধু নয়নের বাণে
তোমারে ছাড়িয়া বন্ধু প্ৰাণ বাঁচে কেমনে?
আশা করি প্রাণ সপিলাম তোমারই চরণে
আমারে নি নিবায় বন্ধু দাসী বানাই সনে।
ভাবিয়া রাধারমণ বলে আশা ছিলো মনে
তোমারে ছাড়িয়া বন্ধু রহিমু কেমনে।
পূর্ববর্তী:
« আমার প্রাণ কান্দে গো প্ৰাণসখী
« আমার প্রাণ কান্দে গো প্ৰাণসখী
পরবর্তী:
আমার প্রাণ নিলগো মুরলী বাজাইয়া »
আমার প্রাণ নিলগো মুরলী বাজাইয়া »
Leave a Reply