আমার কৃষ্ণ কোথায় পাই গো বল সখী কোন দেশেতে যাই।
কৃষ্ণপ্ৰেম কাঙালি অইয়া আমি নগরে বেড়াই।।
আর আপনা জানি প্ৰাণ বন্ধুরে ইদ্রে দিলাম ঠাঁই
এগো ভাঙলো আশা দিল দাগা আর প্রেমের কার্য নাই।।
আর সুচিত্র পালঙ্কের মাঝে শইয়া নিদ্রা যাই
এগো ঘুমাইলে স্বপন দেখি শ্যাম লইয়া বেড়াই।।
আর ভাইবে রাধারমণ বলে শুন গো ধনী রাই
এগো এই আদরের গুণমণি কোথায় গেলে পাই।।
পাঠান্তর : হা / গো আ : ভাঙাগল আশা > ছিল আশা; আর সুচিত্ৰ… মাঝে > হিঙ্গল মন্দির মাঝে; এগো এই… গেলে পাই > পাইলে শ্যামকে ধরবে গলে ছাড়াছড়ি নাই।
পূর্ববর্তী:
« আমার কি হৈল যন্ত্রণা গো সখী, কি হৈল বেদনা
« আমার কি হৈল যন্ত্রণা গো সখী, কি হৈল বেদনা
পরবর্তী:
আমার কেউ নাই তুমি বিনে »
আমার কেউ নাই তুমি বিনে »
Leave a Reply