অউত যারায় গিয়া–বন্ধুরে, আমার পরানে বধিয়া।
আরে সত্যি করি কও রে বন্ধু; আইবায় নি ফিরিয়া রে।।
আর চূড়া–ধড়া মোহন বাঁশিরে, বাঁশি যাও নিকুঞ্জে থইয়া।
ওরে, অবশ্য আসিবায় তুমি–ওই বাঁশি লাগিয়া রে।।
আর ভাইবে রাধারমণ বলে রে–বন্ধু শুনো মন দিয়া।
ওরে, নারী যদি হইতায় তুমি–জানতায় প্ৰেমজ্বালা রে।।
পূর্ববর্তী:
« অ, প্ৰাণ বিশাখে ললিতে গো কহগো মরে
« অ, প্ৰাণ বিশাখে ললিতে গো কহগো মরে
পরবর্তী:
অকুলে ভাসাইয়া তরী ও রইলায় রে লুকাইয়া »
অকুলে ভাসাইয়া তরী ও রইলায় রে লুকাইয়া »
Leave a Reply