শ্যামচান্দ পরানের বন্ধু ছাড়লে উপায় নাই
কেবা না পীরিত করে কার বা এত বড়াই
তোমার মত রূপে গুণে আর কি মানুষ নাই–
কেন যে ঘামটি দেখাও তুকাইয়া কারণ না পাই
কত জনে করে পীরিত কার এত জ্বালা
তোমার পীরিতে আমার শরীর আইলো ছাই।
ভাইবে রাধারমণ বলে শোন গো ধনি রাই
মান করি বসিয়া রইছে। নন্দের কানাই।।
পাঠান্তর : হা : কেন যে… পাই> × × কতজনে … জ্বালা > কেবা না পিরীত করে কার বা এত জ্বালা; ছাই > কালা; রইছে… কানাই > রইছ কমলিনী রাই।
পূর্ববর্তী:
« শ্যামচান্দ কলঙ্কের হাটে কেউ যাইও না সই
« শ্যামচান্দ কলঙ্কের হাটে কেউ যাইও না সই
পরবর্তী:
শ্যামনটবর বংশী কে যাবে নেইহারিতে »
শ্যামনটবর বংশী কে যাবে নেইহারিতে »
Leave a Reply