রাই, কিসের তোমার অভিমান গো–
শ্যাম আইল না কুঞ্জবনে।।
আর আইস বন্ধু বইস কাছে–
খাও রে বাটার পান।
ওরে, হাসি মুখে কও রে কথা
জুড়াউক পরান গো।।
আর নতুন ফুলের মালা–
নতুন গাঁথুনি।
সেই মালা পইরাই ত
আমার রাধা বিনোদিনী গো।।
আর ভাইবে রাধারমণ বলে
শুনো রে কালিয়া।
ওরে, তুলসী মালা পইরাই দেও
বন্ধের গলে নিয়া গো।।
পূর্ববর্তী:
« রাই বিনে প্রাণ যায় না রাখা
« রাই বিনে প্রাণ যায় না রাখা
পরবর্তী:
রাইরূপে শ্যাম অঙ্গ ঢাকা »
রাইরূপে শ্যাম অঙ্গ ঢাকা »
Leave a Reply