সোনাবন্ধে নাকি গো আমায় পাসরিল বল না বল না।।ধু।।
কি করি কি করি সই গো সংবাদের মানুষ পাইলাম না।।চি।।
চাইয়া থাকি আশাপন্থে আমি পাইলাম না বন্ধুর বাতাস অন্তে
অকূলে ভাসাইয়া বন্ধে এখন আমায় ফিরে চায় না।।১।।
কোন রমণী পাইয়া মত্ত বন্ধে না করে আমার তত্ত্ব
দারুণ বিধিরে কি দুষ দিব। আমার কর্মদুষে সুখ হইল না।২।
ভাইবে রাধারমণ বলে আমার জনম গেল দেশ বিদেশ ঘুরে
কাচা পিতল দেখতে সুন্দর পুরা দিলে রং ধরে না।।৩।।
পূর্ববর্তী:
« সোনা-বন্ধু কালিয়া, আইল না শ্যাম কি দোইষ জানিয়া
« সোনা-বন্ধু কালিয়া, আইল না শ্যাম কি দোইষ জানিয়া
পরবর্তী:
সোনার অঙ্গ পুড়ে আঙ্গার হইল যার লাগিয়া গো »
সোনার অঙ্গ পুড়ে আঙ্গার হইল যার লাগিয়া গো »
Leave a Reply