ও প্ৰাণ সখীগো নিশিগত প্ৰাণনাথ আইল না
এগো আইল না গো চিকন কালা আশা পূর্ণ হইল না।
লবঙ্গ মালতীর কলি বিনা সুতে মালা গাঁথি গো
আমার গাথা মালা হইল বাসি শ্যামগলে দিলাম না।।
বিদেশেতে যার পতি সে-বা নারীর কিবা গতি গো
এগো দুরন্ত যৌবনের কালে যুবতীর প্রাণ বেঁচে না।।
ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে
এগো কুন রমণী পাইয়া শ্যামে আমায় মনে করে না।
পূর্ববর্তী:
« ও প্ৰাণ ললিতে বন্ধু আনিয়া দেখাও গো
« ও প্ৰাণ ললিতে বন্ধু আনিয়া দেখাও গো
পরবর্তী:
ও প্ৰাণসই শুন সজনী শ্যামের বাঁশি বাজল কই »
ও প্ৰাণসই শুন সজনী শ্যামের বাঁশি বাজল কই »
Leave a Reply